We Amra, Inc: Nonprofit multicultural global platform for providing education & awareness through music, arts & hands on activities for children welfare and enrichment.

We-Amra in Biswa Bangla News: January 19th, 2018

http://biswabanglanews.com/৪২-তম-আন্তর্জাতিক-পুস্তক/

৪২ তম আন্তর্জাতিক পুস্তকমেলায় উন্মোচিত হবে উই আমরা পুস্তক ও সিডি

হীরক মুখোপাধ্যায় (১৯ জানুয়ারী ১৮):- বাংলা ভাষাকে সম্মান জানাতে আমেরিকা প্রবাসী বাঙালী চিকিৎসক নিবেদিতা গাঙ্গুলী এক অসাধারণ প্রয়াস নিয়েছেন ৷
এবিষয়ে তিনি সঙ্গে পেয়েছেন সঙ্গীত নির্দেশক ও শিল্পী নির্মাল্য রায়কে ৷

নিবেদিতা গত ২৩ বছর আমেরিকায় রয়েছেন ৷ তিনি তাঁর বাস্তব অভিজ্ঞতায় দেখেছেন , এদেশে ও ওদেশে যত বাঙালী বাবা মা রয়েছেন , মূলতঃ তাঁদের অপরিণামদর্শিতার কারণে ছোটো ছোটো বাচ্চারা বাংলা ভাষা ভুলেই যাচ্ছে ৷ বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রেই বাংলা ভাষার পরিবর্তে অন্য ভাষা আয়ত্ব করতে বাধ্য হচ্ছে , ফলত বিনষ্ট হতে চলেছে একটা অত্যন্ত সম্পদশালী ভাষা ৷
বাংলা ভাষাকে আবার দেশে ও বিদেশে জনপ্রিয় করার জন্য নিবেদিতা কিছু পদক্ষেপ নিয়েছেন ৷

নিবেদিতা দেখেছেন এখনকার বাচ্চাকাচ্চারা একদিকে যেমন খেলাধূলা ভুলে কমপিউটার গেম খেলতে বেশি পছন্দ করে , তেমনি আবার বইপড়ার থেকে ভিডিয়োর মতো জিনিস দেখতে বেশি পছন্দ করে ৷
এই সমস্ত বিষয় অবলোকন করে নিবেদিতা বাচ্চাদের প্রকৃতি প্রেমি করার জন্য যেমন নিজে গান রচনা করেছেন , তেমনই ছবি আঁকার মতো বিষয়েও বাচ্চাদের আগ্রহ বাড়াতে চাইছেন ৷
নিবেদিতা দেখেছেন যদি বাংলাকে বিশ্ব দরবারে আবার জনপ্রিয় করতে হয়, তবে শুধুমাত্র মোড়কটা একটু বদলে দিলেই চলে ৷ এই পথে এগিয়ে তিনি খোদ আমেরিকার বুকে প্রবাসী বাঙালী সহ আমেরিকা ও অন্যান্য দেশের বাচ্চাদের বাংলা কবিতা ও গান শেখাচ্ছেন এবং আশানুযায়ী ফলও পাচ্ছেন ৷ বর্তমানে তাঁর বাংলা ভাষা শেখার বিদেশী ছাত্রছাত্রীর সংখ্যা কম নয় ৷

নিবেদিতা ও নির্মাল্য এবার ৪২ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা-য় প্রকাশ করতে চলছে উই আমরা নামের এক চটি বাংলা বই ও একটা সিডি ৷

নিবেদিতার এই প্রয়াস ইতিমধ্যেই কলকাতার বিদগ্ধজনের মনে সাড়া ফেলে দিয়েছে ৷
এইপ্রসঙ্গে বলে রাখা ভালো , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাকে বিশ্ব দরবারে আবার শ্রেষ্ঠত্বের আসনে দেখার মানসিকতা নিয়েই বিশ্ব বাংলার আওয়াজ তুলেছেন ৷ আর সেই পথ ধরেই খোদ আমেরিকার বুকে বাংলা ভাষাকে জনপ্রিয় করার দুরুহ কাজ করছেন নিবেদিতা গাঙ্গুলী ৷
একসময় স্বামী বিবেকানন্দও আমেরিকার বুক থেকে বাঙালী রূপেই বিশ্বকে জয় করার স্বপ্ন দেখেছিলেন ৷
আজ বিবেকানন্দর ১৫৬ তম জন্মজয়ন্তীর অবসরে চিকিৎসক নিবেদিতা গাঙ্গুলী ও সঙ্গীত নির্দেশক তথা শিল্পী নির্মাল্য রায়ও বাংলা ভাষাকে বিশ্ব দরবারে নতুন করে জনপ্রিয় করার কাজে সামিল হয়ে........

     

Goto Top